
প্রকাশিত: Tue, Dec 20, 2022 4:07 PM আপডেট: Wed, Jul 2, 2025 9:53 AM
ক্যাপিটলে হামলা, ট্রাম্পের বিরুদ্ধে ৪ ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ
রাশিদুল ইসলাম: যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার পক্ষে মত দিয়েছে কংগ্রেস কমিটি। তারা রিপাবলিকান দলের এই নেতার বিরুদ্ধে নজিরবিহীন ওই হামলার জন্য দাঙ্গাকারীদের উসকানি দেওয়ার অভিযোগ এনেছে। গত বছর পহেলা জুলাই ক্যাপিটল হিলে হামলার ব্যাপারে ট্রাম্পের ভূমিকা নিয়ে তদন্ত করতে এ কমিটি গঠন করা হয়। আগামী ২১ ডিসেম্বর এ কমিটি সম্পূর্ণ প্রতিবেদন দাখিল করবে। স্পুটনিক
ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেস কমিটির অন্য তিনটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি বিদ্রোহ ও একটি অফিসিয়াল কার্যক্রমে বাধা, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে প্রতারণা করার ষড়যন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কাছে মিথ্যা বিবৃতি দিয়েছেন। হোয়াইট হাউসের সংবাদদাতা কেথেভেন গর্জেস্তানির মতে, কংগ্রেস কমিটির বৈঠকটি ১০ মিনিটের একটি ভিডিও দিয়ে শুরু হয়, গত বছর ৬ জানুয়ারিতে ক্যাপিটল হিলে কী ঘটেছিল এবং ট্রাম্প ও তার মিত্ররা এতে কী ভূমিকা পালন করেছিল তার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়।
কমিটির সদস্যরা ক্যাপিটল হিলে দাঙ্গায় ট্রাম্পের ভূমিকা প্রসঙ্গে বলেন, ট্রাম্প জানতেন যে তিনি হেরে গেছেন, তারপরও তিনি রাষ্ট্রীয় কর্মকর্তাদের, বিচার বিভাগকে চাপ দিয়েছিলেন এবং তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, জনতাকে ক্যাপিটলে ডেকেছিলেন এবং তারপরে ১৮৭ মিনিট সময় নেন তাদের গোলযোগ বন্ধ করতে। এরপর কমিটি ফৌজদারি অভিযোগসহ প্রতিবেদনটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করে।
রেপ. জেমি রাসকিন (ডি-এমডি) ক্যাপিটল হিলে বিদ্রোহের অভিযোগকে ‘একটি গুরুতর অপরাধ’ বলে অভিহিত করেছেন। অভিযোগে দোষী সাব্যস্ত হলে, চতুর্দশ সংশোধনীর ধারা ৩ অনুয়ায়ী ট্রাম্পকে ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেবে, যদিও কংগ্রেসের দুই-তৃতীয়াংশ ভোট সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুমতি দিতে পারবে। রাসকিন বলেন, আমরা যে প্রতিটি পর্যবেক্ষণ করছি তার মাধ্যাকর্ষণ বুঝতে পারি, যেমন আমরা গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধের মাত্রা বুঝতে পারি যা আমরা আমাদের প্রতিবেদনে বর্ণনা করেছি।
অভিযোগের বিষয়ে তার মন্তব্যের সময়, রাসকিন অভিযোগ আনার ক্ষেত্রে তার যুক্তি ব্যাখ্যা করে বলেন, আমাদের ন্যায়বিচারের ব্যবস্থা এমন নয় যেখানে পদাতিক সৈন্যরা জেলে যায় এবং মাস্টারমাইন্ড এবং রিংলিডাররা বিনামূল্যে পাস করে। মার্কিন প্রসিকিউটররা মারাত্মক দাঙ্গার সাথে সম্পর্কিত অপরাধের জন্য বেশ কয়েকজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে, এখনও পর্যন্ত অন্তত ৯৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে ট্রাম্প তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলিকে ‘ভুয়া’ বলে অভিহিত করেন এবং তার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথসোশ্যালে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বিতা করার প্রচেষ্টাকে বাধা হিসেবে এটিকে দেখছি। তিনি বলেন, লোকেরা বুঝতে পেরেছে যে ডেমোক্রেটিক ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ডিবিআই, আমাকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার চেষ্টা করছে কারণ তারা জানে যে আমি জিতব এবং আমার বিরুদ্ধে মামলা করার এই পুরো কার্যক্রম ইমপিচমেন্টের মতোই। আমাকে এক পাশে সরিয়ে রাখার একটি পক্ষপাতমূলক প্রচেষ্টা এটি। এ তদন্ত কমিটি দলীয় দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ ট্রাম্প ও তার সমর্থকদের। ডোনাল্ড ট্রাম্প এই কমিটিকে ‘ক্যাঙারু কোর্ট’ আখ্যায়িত করেন।
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জয়ী হন। কিন্তু এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকৃতি জানান তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তার উগ্র সমর্থকেরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল) সহিংস হামলা চালান। এতে পুলিশসহ কয়েকজন নিহত হন।
সোমবার কমিটির সর্বশেষ বৈঠকে ওই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনার প্রস্তাবে সদস্যরা সবাই ভোট দিয়েছেন। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
